Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০১৮

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কৃষি তথ্য সার্ভিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল


প্রকাশন তারিখ : 2018-08-16

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষি তথ্য সার্ভিসে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে বুধবার (১৫ আগষ্ট ২০১৮) কৃষি তথ্য সার্ভিস এ সভার আয়োজন করে। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহম্মদ মহসীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার কৃষিবিদ ড. খালেদ কামাল।

 

প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন বলেন, এ দেশে জন্ম নেয়া কিছু কুলাঙ্গার বঙ্গবন্ধুকে হত্যা করে। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এ হত্যাকান্ড ঘটানো হয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন। মানুষের অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু জীবনের ১২টি বছর কারাগারে কাটিয়েছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কৃষি উন্নয়নের জন্য সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন এবং কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তৈরী করেছেন। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে অনেক আগেই আমরা উন্নত দেশে পরিণত হতে পারতাম।


প্রধান বক্তা কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স বলেন, বঙ্গবন্ধু শুধু নিজে স্বপ্ন দেখতেন না, তিনি সমগ্র জাতিকে স্বপ্ন দেখিয়েছেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে সে স্বপ্নের বাস্তবায়নও ঘটিয়েছেন এবং আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র। এজন্য আমাদের ইতিহাসের অন্যান্য নেতাদের চেয়ে বঙ্গবন্ধু ব্যতিক্রমী এবং জাতির পিতা।


অনুষ্ঠান শেষে কৃষি তথ্য সার্ভিস সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একটি শোক র‌্যালি নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে।